
অমিয়ভূষণ মজুমদার
ঔপন্যাসিক, ছোটগল্পকার, প্রাবন্ধিক এবং নাট্যকার
- Born: ২২ মার্চ, ১৯১৮
- Death: ৮ জুলাই, ২০০১
- Age: ৮৩ বছর
- Country: ভারত
About this author
অমিয়ভূষণ মজুমদার ছিলেন একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার, প্রাবন্ধিক এবং নাট্যকার। অমিয়ভূষণ ১৯১৮ খ্রিষ্টাব্দের ২২ মার্চ কোচবিহারে (তৎকালীন দেশীয় রাজ্য, বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা) তার মামাবাড়িতে জন্মগ্রহণ করেন।
অমিয়ভূষণ মেধাবী ছাত্র ছিলেন। তিনি ইংরেজি সাহিত্যের সাম্মানিক স্নাতক হলেও গণিত, ইতিহাস, দর্শন, ভূগোল, সংস্কৃত এবং আইনশাস্ত্রে দক্ষ ছিলেন। ১৯৩৭ খ্রিষ্টাব্দে ইংরেজি সাহিত্যের সাম্মানিকের ছাত্র হিসাবে কলকাতার স্কটিশচার্চ কলেজে ভর্তি হন।
অমিয়ভূষণ মজুমদারের প্রথম প্রকাশিত রচনা হল ‘দ্য গড অন মাউন্ট সিনাই’ নামের একটি নাটক।
TOTAL BOOKS
9
Monthly
VIEWS/READ
6
Yearly
VIEWS/READ
315