
আবু জাফর শামসুদ্দিন
সাংবাদিক ও ঔপন্যাসিক
- Born: ১২ মার্চ, ১৯১১
- Death: ২৪ আগস্ট, ১৯৮৮
- Age: ৭৭ বছর
- Country: বাংলাদেশ
About this author
আবু জাফর শামসুদ্দিন ছিলেন বাংলাদেশী সাংবাদিক ও লেখক। তিনি ১২ মার্চ ১৯১১ সালে গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্মগ্রহণ করেন। আবু জাফর শামসুদ্দিন ১৯২৪ সালে তার জুনিয়র মাদ্রাসা পরীক্ষা শেষ করেন, তারপর ১৯২৯ সালে তিনি তার উচ্চ মাদ্রাসা পরীক্ষা শেষ করেন। এরপর তিনি ঢাকা কলেজে ভর্তি হন কিন্তু স্নাতক সম্পন্ন করেন নি।
তিনি দৈনিক আজাদ, দৈনিক ইত্তেফাক, পূর্বদেশ ও দৈনিক সংবাদ পত্রিকায় কাজ করেছেন। আবু জাফর শামসুদ্দিন ১৯৬১ সাল থেকে বাংলা একাডেমিতে সহকারী অনুবাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। আবু জাফর শামসুদ্দিন বাংলা সাহিত্যে তাঁর সাহিত্যকর্মের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৮৩ সালে একুশে পদক পান।
TOTAL BOOKS
4
Monthly
VIEWS/READ
29
Yearly
VIEWS/READ
303