কুমুদরঞ্জন মল্লিক
পল্লীপ্রেমী কবি ও শিক্ষাবিদ
- Born: ১ মার্চ ১৮৮৩
- Death: ১৪ ডিসেম্বর ১৯৭০
- Age: ৮৭
- Country: ভারত
About this author
কুমুদরঞ্জন মল্লিক ১৮৮৩ সালের ১ লা মার্চ মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তিনি হলেন বাংলার রবীন্দ্রযুগে স্বনামধন্য পল্লীপ্রেমী কবি ও শিক্ষাবিদ।
কবিতায় নির্জন গ্রামজীবনের সহজ-সরল রূপ তথা নিঃস্বর্গ প্রেম চমৎকারভাবে ফুটে উঠেছে। পল্লী-প্রিয়তার সঙ্গে বৈষ্ণবভাবনা যুক্ত হয়ে তার কবিতার ভাব ও ভাষাকে স্নিগ্ধতা ও মাধুর্য দান করেছে। ‘কপিঞ্জল’ ছদ্মনামে তিনি চুন ও কালি নামে ব্যঙ্গকাব্য রচনা করেন। ১৯৭০ খ্রিষ্টাব্দে ২১ এপ্রিল ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ উপাধিতে ভূষিত করে। ১৯৭০ সালের ১৪ ডিসেম্বর কবি কুমুদরঞ্জন মৃত্যুবরণ করেন।
TOTAL BOOKS
8
Monthly
VIEWS/READ
7
Yearly
VIEWS/READ
156