
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
লেখক ও ঔপন্যাসিক
- Born: ১৯ অক্টোবর, ১৯২৪
- Death: ২৫ ডিসেম্বর ২০১৮
- Age: ৯৪
- Country: ভারত
About this author
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম ১৯ অক্টোবর, ১৯২৪ তারিখে ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে। তিনি বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভূত আধুনিক বাংলা কবিদের অন্যতম।
১৯৪৪ খ্রিস্টাব্দে সেন্ট পলস্ কলেজ থেকে ইতিহাসে অনার্স নিয়ে বি. এ. পাশ করেন। ছাত্রাবস্থায় “শ্রীহর্ষ” পত্রিকার সম্পাদনা করে সংবাদপত্রের প্রতি তাঁর নিবিড় ও গভীর অনুরাগের সূত্রপাত হয়।
উলঙ্গ রাজা তাঁর অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ লেখার জন্য তিনি ১৯৭৪ খ্রিষ্টাব্দে সাহিত্য একাদেমি পুরস্কার লাভ করেন। কবি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সাথে দীর্ঘকাল যুক্ত ছিলেন।
TOTAL BOOKS
23
Monthly
VIEWS/READ
70
Yearly
VIEWS/READ
920