About this author
মৈত্রেয়ী দেবী ১৯১৪ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাঙালি কবি, লেখক ও ঔপন্যাসিক।
১৯৩৬ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যোগমায়া দেবী কলেজ থেকে দর্শনে স্নাতক ডিগ্রি লাভ করেন।
তার সাহিত্যজীবন শুরু ষোল বছর বয়সে। তার প্রথম কাব্যগ্রন্থ উদিত ১৯৩০ সালে প্রকাশিত হয়। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ চিত্তছায়া। ১৯৪২ সালে রবীন্দ্রনাথের মংপুতে কাঠানো দিনগুলোর স্মৃতি ও তার সাথে আলাপচারিতা নিয়ে লিখেন স্মৃতিকথা মংপুতে রবীন্দ্রনাথ। তিনি ১৯৭৬ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।
তিনি মারা যান ৪ ফেব্রুয়ারি ১৯৯০ (বয়স ৭৫)।
TOTAL BOOKS
10
Monthly
VIEWS/READ
32
Yearly
VIEWS/READ
487