About this author
সুচিত্রা ভট্টাচার্য ১৯৫০ খ্রিষ্টাব্দের ১০ই জানুয়ারি ভারতের বিহারের ভাগলপুরে মামারবাড়িতে জন্মগ্রহণ করেন।
তিনি কলকাতা শহরের যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক হন।কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের সময় তিনি বিবাহসূত্রে আবদ্ধ হন।
দহন নামক তার একটি বিখ্যাত উপন্যাসের ওপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ ১৯৯৭ খ্রিষ্টাব্দে একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। প্রায় সাড়ে তিন দশক ধরে তিনি বহু ছোট গল্প ছাড়াও চব্বিশটি উপন্যাস রচনা করেছেন।
তিনি মারা যান ১২ মে ২০১৫ (বয়স ৬৫)।
TOTAL BOOKS
90
Monthly
VIEWS/READ
127
Yearly
VIEWS/READ
8115
FOLLOWERS
সুচিত্রা ভট্টাচার্য All Books
Sort By
- A-Z
- Top
- Popular
- Recent
Genres
All
সুচিত্রা ভট্টাচার্যের কিশোর উপন্যাস
সুচিত্রা ভট্টাচার্যের কল্পকাহিনী উপন্যাস
সুচিত্রা ভট্টাচার্যের রোমান্টিক উপন্যাস
সুচিত্রা ভট্টাচার্যের গল্প সংগ্রহ
সুচিত্রা ভট্টাচার্যের কাল্পনিক ছোটগল্প