About this author
সুধীর চক্রবর্তীর জন্ম বৃটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে ১৯৩৪ খ্রিস্টাব্দের ১৯শে সেপ্টেম্বর।
১৯৬৬ খ্রিস্টাব্দে তার কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠ সমাপ্ত হয়। গবেষণা করেছেন লোকধর্ম, লোকমাতা, লালন, বাংলা কাব্যগীতি, সংস্কৃতি-নৃতত্ত্ব নিয়ে।
অনুসন্ধান ভিত্তিক গবেষণার ক্ষেত্রে বিশেষত রবীন্দ্রসঙ্গীত, লালনপন্থা, কর্তাভজা, বাউল-ফকির, সাহেবধনী, বলরামী বিষয়ে স্বীকৃত বিশেষজ্ঞ। বারো বছর বাংলা সংস্কৃতি ও মননের পত্রিকা ধ্রুবপদ প্রকাশ করেছেন কৃষ্ণনগর থেকে। তার গ্রন্থ ‘বাউল ফকির কথা’-র জন্য ২০০২-এ পেয়েছেন আনন্দ পুরস্কার। সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছেন ২০০৪-এ।
তিনি মারা যান ১৫ ডিসেম্বর ২০২০ (বয়স ৮৬)।
TOTAL BOOKS
12
Monthly
VIEWS/READ
33
Yearly
VIEWS/READ
536