About this author
কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায় ২৭ মার্চ ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় কবি ছিলেন। তাঁর পিতা বসন্ত কুমার চট্টোপাধ্যায় স্বাধীন ভারতের প্রথম নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বিএ পরীক্ষায় প্রথম হওয়ার জন্য ‘বঙ্কিম পুরুষ’ পুরস্কার লাভ করেন। কামাক্ষীপ্রসাদ তার চাকরি জীবনের বেশিরভাগ সময় মুম্বাই, দিল্লি এবং মস্কোতে কাটিয়েছেন। তিনি মস্কোতে ৩ বছর অবস্থান করেছিলেন। মস্কো জীবনে তিনি রুশ বই বাংলায় অনুবাদ করেন। তিনি একজন ফটোগ্রাফারও ছিলেন। তিনি শিশু পত্রিকা রংমশালের সম্পাদক ছিলেন।
TOTAL BOOKS
3
Monthly
VIEWS/READ
9
Yearly
VIEWS/READ
39