About this author
শরীফ হুসেন ছদ্মনাম নাসিম হিজাজি ১৯১৪ সালের ১৯ মে জন্মগ্রহণ করেন। তিনি একজন উর্দু ঔপন্যাসিক ছিলেন। দেশভাগ-পূর্ব ভারতে পাঞ্জাবের গুরুদাসপুর জেলার ধরিওয়াল শহরের কাছে সুজানপুর গ্রামে একটি আরাইন পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর তিনি পাকিস্তানে চলে আসেন। তিনি তাঁর উপন্যাসের অনুপ্রেরণা হিসেবে ইসলামী ইতিহাস বেছে নেন।
তিনি ব্রিটিশ রাজের উপর দুটি ধারাবাহিক উপন্যাস লিখেছেন এবং মুঘল সাম্রাজ্যের পতনের পর ভারতের অভ্যন্তরে অনেক জাতির ত্রুটি বর্ণনা করেছেন। যদিও কিছু ইতিহাসবিদ তার উপন্যাসে ঐতিহাসিক তথ্য বিকৃত করার অভিযোগ এনেছেন, তবে তিনি পাকিস্তানের ভিতরে এবং বাইরে অনেক পাঠককে প্রভাবিত করেছেন। তিনি তার জীবনের বেশিরভাগ সময় পাকিস্তানে বসবাস করেন এবং ২ মার্চ ১৯৯৬ -এ মারা যান।
TOTAL BOOKS
20
Monthly
VIEWS/READ
64
Yearly
VIEWS/READ
1135
FOLLOWERS
নসীম হিজাযী All Books
Sort By
- A-Z
- Top
- Popular
- Recent
Genres
All