About this author
মনোরঞ্জন ভট্টাচার্য ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের ঢাকা বিক্রমপুরের কামারখাড়া গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা নবীনচন্দ্র ভট্টাচার্য ছিলেন সর্বজন শ্রদ্ধেয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত এবং মাতা স্বর্ণময়ী দেবী ছিলেন সরলা ও ভক্তিপরায়না গৃহকর্ত্রী। মনোরঞ্জনের শৈশব ও কৈশোর কেটেছে কামারখাড়া গ্রামে। তার বিদ্যারম্ভ পিতার কাছে এবং প্রাতিষ্ঠানিক ভাবে কালীমোহন দেবের পাঠশালায়। ১৯০৬ খ্রিস্টাব্দে তিনি গ্রামের রাধানাথ হাই ইংলিশ স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন এবং ঢাকা জেলার মধ্যে প্রথম হয়ে বৃত্তি লাভ করেন। বাল্যকাল থেকেই তার তীব্র জাতীয়তাবোধ ছিল। ছাত্রবস্থায় ঢাকায় গুপ্ত বিপ্লবী দলে যোগ দেন এবং পরে কলকাতার ন্যাশনাল কলেজে ভর্তি হন।
TOTAL BOOKS
1
Monthly
VIEWS/READ
1
Yearly
VIEWS/READ
20
FOLLOWERS
মনোরঞ্জন ভট্টাচার্য All Books
Sort By
- A-Z
- Top
- Popular
- Recent
Genres
All