About this author
মহাশ্বেতা দেবী ১৪ জানুয়ারী ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৪ জানুয়ারী ১৯২৬ সালে ব্রিটিশ ভারতের ঢাকায় (বর্তমানে ঢাকা, বাংলাদেশ) একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ভারতীয় বাংলায় লেখিকা এবং একজন কর্মী।
তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে হাজার চুরাশির মা, রুদালী এবং অরণ্যের অধিকার। তিনি একজন বামপন্থী ছিলেন যিনি ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রাজ্যের উপজাতীয় জনগণের (লোধা এবং শবর) অধিকার ও ক্ষমতায়নের জন্য কাজ করেছিলেন।
তিনি ভারতের বেসামরিক পুরস্কার পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ সহ সাহিত্য একাডেমি পুরস্কার (বাংলায়), জ্ঞানপীঠ পুরস্কার, এবং র্যামন ম্যাগসেসে পুরস্কারের মতো বিভিন্ন সাহিত্য পুরস্কারে সম্মানিত হন।
TOTAL BOOKS
26
Monthly
VIEWS/READ
67
Yearly
VIEWS/READ
978
FOLLOWERS
মহাশ্বেতা দেবী All Books
Sort By
- A-Z
- Top
- Popular
- Recent
Genres
All