About this author
স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স ৩০ নভেম্বর,১৮৩৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি অবশ্য “মার্ক টোয়েইন” ছদ্মনামেই বেশি পরিচিত। তিনি ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।
টোয়েইন ছিলেন “প্রথম এবং প্রকৃত আমেরিকান লেখক, তার পরের আমরা সকলেই তার উত্তরাধিকারী”। টোয়েইন ১৯১০ সালে মৃত্যুবরণ করেন এবং বর্তমানে এলমিরা,নিউইয়র্ক এ শায়িত আছেন। তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্য কর্ম হচ্ছে “অ্যাডভেঞ্চার্স অফ টম সয়্যার” এবং “অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন”। এই উপন্যাসদ্বয় বিশ্ব সাহিত্যে ক্লাসিকের মর্যাদা লাভ করেছে।
তিনি মারা যান এপ্রিল ২১, ১৯১০ (বয়স ৭৪)।
TOTAL BOOKS
4
Monthly
VIEWS/READ
15
Yearly
VIEWS/READ
300