About this author
আলম, মাহবুব-উল ১৮৯৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন কথাসাহিত্যিক ও সাংবাদিক। তিনি চট্টগ্রাম জেলার ফতেবাদ গ্রামে তাঁর মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।
মাহবুব-উল আলম ফতেয়াবাদ এম ই স্কুল থেকে ১৯১৬ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তারপরে চট্টগ্রাম কলেজে অধ্যয়ন করেন।
১৯১৭ সালে, প্রথম বিশ্বযুদ্ধের সময়, তিনি একটি বাঙালি প্লাটুনে যোগ দেন এবং মেসোপটেমিয়ায় পাঠানো হয়। ১৯১৯ সালে, যুদ্ধ শেষে, তিনি দেশে ফিরে আসেন এবং ১৯২০ সালে সাব-রেজিস্ট্রার হন। পরবর্তীকালে তিনি জেলা সাব-রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার এবং নিবন্ধন পরিদর্শক পদে উন্নীত হন।
মাহবুব-উল আলম বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৫), প্রাইড অফ পারফরম্যান্স (১৯৬৭), এবং একুশে পদক (১৯৭৮) সহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। তিনি ১৯৮১ সালের ৭ আগস্ট চট্টগ্রামে মৃত্যুবরণ করেন।
TOTAL BOOKS
2
Monthly
VIEWS/READ
53
Yearly
VIEWS/READ
360
FOLLOWERS
মাহবুব-উল আলম All Books
Sort By
- A-Z
- Top
- Popular
- Recent
Genres
All