About this author
মিনাক্ষী দত্ত ১৯৩৫ সালের ১ অক্টোবর কলকাতায় বিশিষ্ট পিতামাতার কাছে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাঙালি শিক্ষাবিদ, লেখক, অভিনেতা, অনুবাদক এবং নৃতত্ত্ববিদ।
তিনি কলকাতার ২০২ রাশবিহারী অ্যাভিনিউ-এ বাংলা কবিতা ভবনে আধুনিকতার দোলনায় বেড়ে ওঠেন। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তখন থেকে, সাহিত্যের বিভিন্ন ধারায় তার সক্রিয় অংশগ্রহণ একজন শিক্ষাবিদ হিসেবে তার পেশাগত জীবনের সাথে সমান্তরালভাবে অব্যাহত রয়েছে, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র – দুটি দেশ জুড়ে।
তিনি সারাজীবন একজন শিক্ষাবিদ ছিলেন, তিনি কলকাতা এবং নিউইয়র্ক সাহিত্য ও সাংস্কৃতিক বৃত্তে ব্যাপকভাবে স্বীকৃত প্রভাবশালী।
TOTAL BOOKS
1
Monthly
VIEWS/READ
0
Yearly
VIEWS/READ
28