মীর মশাররফ হোসেন
- Born: ১৮৪৭
- Death: ১৯১২
- Age: ৬৪
- Country: বাংলাদেশ)
About this author
মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, নাট্যকার এবং প্রাবন্ধিক ছিলেন। তিনি বাংলার মুসলিম সমাজ থেকে আবির্ভূত প্রথম প্রধান লেখক এবং বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ গদ্য লেখক হিসেবে বিবেচিত হন।
তাঁর শ্রেষ্ঠ রচনা বিষাদ সিন্ধু (দুঃখের সাগর) বাঙালি পাঠকদের মধ্যে একটি হিট ক্লাসিক।
মীর মশাররফ হোসেন কুষ্টিয়া জেলার অন্তর্গত কুমারখালী থানার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তাঁর সাহিত্যকর্মগুলি বাংলাদেশের স্কুল-স্তর, মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক এবং স্নাতক-স্তরের বাংলা সাহিত্যের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল।
মীর মশাররফ হোসেন ১৮৭২-৭৩ সালের সিরাজগঞ্জে জমিদারদের বিরুদ্ধে কৃষক বিদ্রোহের প্রেক্ষাপট নিয়ে তাঁর ‘জামিদার দর্পণ’ রচনা করেন। তিনি সর্বদাই দেশবাসীর দৈনন্দিন জীবনে সক্রিয় আগ্রহ দেখিয়েছেন। তিনি রওশন আলী চৌধুরীকে দ্য কোহিনূর মাসিক প্রকাশে সহায়তা করেন।
তিনি ১৯১২ সালে মারা যান।
TOTAL BOOKS
VIEWS/READ
VIEWS/READ
FOLLOWERS
মীর মশাররফ হোসেন All Books
- A-Z
- Top
- Popular
- Recent