
মুহাম্মদ হাবিবুর রহমান
বিচারপতি, লেখক, শিক্ষাবিদ, ভাষা সৈনিক ও অভিধানপ্রণেতা
- Born: ১৯২৮
- Death: ২০১৪
- Age: ৮৫
- Country: বাংলাদেশ
About this author
মুহাম্মদ হাবিবুর রহমান ১৯২৮ সালের ৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা, ঢাকা, অক্সফোর্ড এবং লন্ডনে শিক্ষা লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং বাংলা ভাষা আন্দোলনের একজন কর্মী ছিলেন।
তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি ছিলেন। তিনি ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন যেটি বাংলাদেশের সপ্তম সংসদ নির্বাচনের তদারকি করেছিল। তিনি আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অনুষদ সদস্য ছিলেন। এছাড়া একজন ভাষা কর্মী এবং বাংলা ভাষার প্রবক্তা হিসেবে তিনি এ বিষয়ে ব্যাপকভাবে লিখেছেন এবং আটটি বই প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টে বাংলা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
TOTAL BOOKS
14
Monthly
VIEWS/READ
16
Yearly
VIEWS/READ
239
FOLLOWERS
মুহাম্মদ হাবিবুর রহমান All Books
Sort By
- A-Z
- Top
- Popular
- Recent
Genres
All