About this author
রাহাত খান ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির কিশোরগঞ্জ জেলায় ১৯৪০ সালের ২৮ আগস্ট জন্মগ্রহণ করেন।
তিনি আনন্দ মোহন কলেজ থেকে অর্থনীতি ও দর্শনে স্নাতক সম্পন্ন করেন। তিনি ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তী আট বছর তিনি ঢাকার জগন্নাথ কলেজসহ বিভিন্ন কলেজে বাংলা অধ্যাপনা করেন।
তিনি ১৯৬৯ সালে বাংলা ভাষার দৈনিক দৈনিক ইত্তেফাকে সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। তিনি সেখানে চার দশকেরও বেশি সময় অতিবাহিত করেন এবং অবশেষে এর সম্পাদক হন।
১৯৭২ সালে তিনি তার প্রথম ছোটগল্পের সংকলন ওনিশিতো লোকালয় (অনিশ্চিত মানব বাসস্থান) প্রকাশ করেন।
তিনি ১৯৭৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৯৬ সালে বাংলাদেশ সরকার থেকে একুশে পদক লাভ করেন।
TOTAL BOOKS
2
Monthly
VIEWS/READ
10
Yearly
VIEWS/READ
88
FOLLOWERS
রাহাত খান All Books
Sort By
- A-Z
- Top
- Popular
- Recent
Genres
All