
শহীদুল্লাহ কায়সার
- Born: ১৬ ফেব্রুয়ারি ১৯২৭
- Death: ১৪ ডিসেম্বর ১৯৭১
- Age: ৪৪
- Country: বাংলাদেশ
About this author
শহীদুল্লাহ কায়সার ১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাংলাদেশী সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী। তার প্রকৃত নাম ছিল আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ।
১৯৪৭ সালে ভারত বিভাগের পর তার বাবা ঢাকায় চলে আসেন এবং শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তরে ভর্তি হন। তবে এ ডিগ্রি লাভ করার আগেই লেখাপড়ার সমাপ্তি ঘটান।
তিনি ১৯৬৯ সালে উপন্যাসে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮৩ সালে সাংবাদিকতায় মরণোত্তর একুশে পদক এবং সাহিত্যে ১৯৯৮ সালে গল্পে অবদান রাখার জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীর কজন সদস্য তাকে তার বাসা থেকে ধরে নিয়ে যায়। তারপর তিনি আর ফেরেন নি।
TOTAL BOOKS
4
Monthly
VIEWS/READ
67
Yearly
VIEWS/READ
912
FOLLOWERS
শহীদুল্লাহ কায়সার All Books
Sort By
- A-Z
- Top
- Popular
- Recent
Genres
All