About this author
শৈলেন ঘোষ ১৯৩১ সালের ১ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাঙালি শিশু সাহিত্যিক ও নাট্যকার।
তিনি নবম শ্রেণিতে পড়ার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর নাটকে একটি চরিত্রে অভিনয় করেন। গল্পের শেষে নায়ক অমলের মৃত্যু তাকে এতটাই প্রভাবিত করেছিল যে তিনি একই বিষয়বস্তু অবলম্বন করে একটি নতুন নাটক ঘরের খেয়া রচনা করেন।
তিনি শিশুদের জন্য নাটক রচনা ও পরিচালনা করেছেন। ১৯৫৯ সালে, তিনি মণিমেলা সংস্থার সাথে যুক্ত হন এবং তাদের জন্য লিখতে শুরু করেন।
তিনি মর্যাদাপূর্ণ সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার এবং জওহরলাল নেহেরু ফেলোশিপ সহ বেশ কিছু পুরস্কার জিতেছেন।
TOTAL BOOKS
6
Monthly
VIEWS/READ
21
Yearly
VIEWS/READ
215