About this author
সুভাষ মুখোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য বাঙালি কবি ও গদ্যকার। তার জন্ম ১২ ফেব্রুয়ারি ১৯১৯ সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে মামাবাড়িতে। তার পিতার নাম ক্ষিতীশচন্দ্র মুখোপাধ্যায়, মা যামিনী দেবী। ১৯৪১ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে অনার্স-সহ বিএ পাস করেন। ১৯৩২-৩৩ সালে বঙ্গীয় প্রাদেশিক কিশোর ছাত্রদল-এর সক্রিয় সদস্যরূপে যোগ দেন সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায় সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। ২০০৩ সালের ৮ জুলাই কলকাতায় মৃত্যুবরণ করেন।
TOTAL BOOKS
27
Monthly
VIEWS/READ
80
Yearly
VIEWS/READ
1951