তারানাথ তান্ত্রিক

তারানাথ তান্ত্রিক বাংলা সাহিত্যের একটি কাল্পনিক চরিত্র। বাংলা ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁঁকে সৃষ্টি করেছেন। তারানাথ তান্ত্রিক হলেন এক রহস্যময় ব্যক্তিত্ব এবং প্রবক্তা। তাঁর পুরোনাম তারানাথ জ্যোতির্বিনোদ।তাঁর বংশগত পদবি চক্রবর্তী। ১৯৪০ সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ চরিত্রটি তৈরি করেছিলেন। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারনাথের তান্ত্রিক জীবনের সূচনা প্রধানত প্রদর্শিত হয়। বিভূতিভূষণের প্রয়াণের পরে তাঁর পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তারনাথ তান্ত্রিক সমন্বিত ছয়টি গল্প নিয়ে তাঁর পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ে তারানাথ তান্ত্রিক (১৯৮৫) এবং ‘অলাতচক্র’(২০০৩) নামে একটি উপন্যাস লেখেন।


  • A-Z
  • Top
  • Popular
  • Recent
Alatchakra
অলাতচক্র By তারাদাস বন্দ্যোপাধ্যায়
অলাতচক্র
0
05-02-2023
Taranath Tantrik
তারানাথ তান্ত্রিক By তারাদাস বন্দ্যোপাধ্যায়
তারানাথ তান্ত্রিক
0
25-02-2023
Taranath Tantrik by Bibhutibhushan Bandyopadhyay
তারানাথ তান্ত্রিক সমগ্র By বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
তারানাথ তান্ত্রিক সমগ্র
0
25-02-2023